Last Updated: Saturday, July 12, 2014, 12:32
ক্যালিফোর্নিয়ায় এক উচ্চপদস্থ `ইয়াহু` মহিলা এক্সিকিউটিভের বিরুদ্ধে আদালতে যৌন নির্যাতনের অভিযোগ আনলেন অধঃস্তন এক মহিলা কর্মী। অভিযোগকারিনী জানিয়েছেন তাঁর প্রাক্তন বস ওই মহিলা এক্সিকিউটিভ শুধু তাঁকে যৌন হেনস্থাই করেননি, অন্যায়ভাবে চাকরি থেকেও বরখাস্ত করেছেন।