Last Updated: Tuesday, October 15, 2013, 12:10
`নোবেল শান্তি পুরস্কারটা আমারই পাওয়া উচিত ছিল` ঘোষণা করলেন সিরিয়ার বহু বিতর্কিত প্রেসিডেন্ট বাসার আল আসাদ। যদিও তাঁর দাবি কথাটা তিনি নিছকই মজা করে বলেছেন। প্রসঙ্গত, চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পাচ্ছে `অরগানাইগেশন ফর প্রহিবেশন অফ কেমিক্যাল উইপেনস` (ওপিসিডব্লু)।