Last Updated: Monday, December 30, 2013, 13:34
এখনই ফ্রিতে জল পাওয়া হচ্ছে না রাজধানীর আম আদমির। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জ্বরে আক্রান্ত হয়ে আপাতত শয্যাশায়ী। ফলে বিনামূল্যে জল সরবারহের মত জরুরি ঘোষণা আপাতত স্থগিত। আপ সুপ্রিমো অবশ্য নিজের অসুস্থতার কারণে কাজ পিছিয়ে যাওয়ায় বেশ অখুশি।