Last Updated: Tuesday, July 1, 2014, 20:56
অরকুটের হাত দিয়েই প্রথম সোশ্যাল নেটওয়ার্কিং শুরু করেছিল গুগল। কিন্তু এবার সেই অরকুটই বন্ধ করতে চলেছে গুগল। সোমবার গুগলের তরপে এই ঘোষনা করা হয়। তবে অরকুট বন্ধ করলেও অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং ব্যবসা ইউটিউব, ব্লগার ও গুগল প্লাস চলবে বলে জানানো হয়।