Last Updated: Monday, January 30, 2012, 14:06
জোড়াখুনের পর এবার বড়সড় চুরি বাগুইআটিতে। রবিবার রাতে বাগুইআটির চালপট্টি এলাকায় কালীমন্দিরে চুরি হয়ে গেল বিগ্রহের গয়না। ভোরবেলা মন্দিরের দরজার তালা ভাঙা দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। দরজা খুলে তাঁরা দেখেন বিগ্রহের সব গয়নাই চুরি হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস।