Last Updated: Sunday, January 19, 2014, 16:57
লোকসভা ভোটে জয়ের বিষয়ে `ওভার কনফিডেন্স` না রাখাই ভাল বিজেপির। ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবানীর গলায় সাবধান বাণী শোনা গেল দলের জাতীয় উপেদেষ্টা মণ্ডলীর সমাবেশে। ২০০৪ সালে বিজেপির পরাজয়ের কথাও মনে করিয়ে দেন তিনি। সেইসঙ্গে নির্বাচনের আগে, প্রচার পর্বে দলীয় কর্মী সমর্থকদের উৎসাহে কোনও খামতি যেন থাকে, সে কথাও বলেছেন লৌহপুরুষ।