Last Updated: Wednesday, September 25, 2013, 18:46
পিসি সরকার জুনিয়রের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ উঠল গুয়াহাটির কয়েকজন উদ্যোক্তার বিরুদ্ধে। পিসি সরকার জুনিয়র অনুষ্ঠান করছেন এই মর্মে গুয়াহাটিজুড়ে পোস্টার ও হোর্ডিংও পড়েছে। অথচ অনুষ্ঠানের বিষয়ে বিন্দুবিসর্গও জানেন না শিল্পী নিজে। বিষয়টি জানতে পেরে গুয়াহাটি পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছেন পিসি সরকার জুনিয়র।