PHD Chamber of Comme - Latest News on PHD Chamber of Comme| Breaking News in Bengali on 24ghanta.com
নিরাপত্তার অভাবে দিল্লি ছেড়ে চাকরি নিয়ে অন্য শহরে চলে যেতে চান রাজধানীর অধিকাংশ কর্মরত মহিলা

নিরাপত্তার অভাবে দিল্লি ছেড়ে চাকরি নিয়ে অন্য শহরে চলে যেতে চান রাজধানীর অধিকাংশ কর্মরত মহিলা

Last Updated: Tuesday, March 18, 2014, 13:51

রাজধানীর নিরাপত্তার নগ্ন চিত্রটা আরও একবার খুব স্পষ্ট ভাবে সামনে চলে এল। দিল্লিতে বসবাসকারী ৪৩% কর্মরত মহিলা এতটাই নিরাপত্তার অভাবে ভোগেন যে তাঁরা দিল্লি ছেড়ে অন্য শহরে চলে যেতে চান। এমনকি এই জন্য কম মাইনের চাকরির সঙ্গেও আপোষ করতে রাজি তাঁরা। সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে লজ্জাজনক এই তথ্য।