Last Updated: Tuesday, February 4, 2014, 17:30
প্রথম ইউপিএ সরকারের আমল থেকেই, সচিনকে ভারতরত্ন দেওয়ার দাবি উঠেছে বারবার। প্রতিবারই নীরব থেকেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু, সচিন বিদায়ী টেস্ট খেলতে নামতেই তৎপর হয় প্রধানমন্ত্রীর দফতর। তার দু`দিনের মধ্যেই ঘোষণা হয়ে যায় সর্বকনিষ্ঠ ভারতরত্ন প্রাপকের নাম। তথ্যের অধিকার আইনে সামনে এসেছে সেই তথ্য।