Last Updated: Monday, March 5, 2012, 11:15
রাশিয়ার প্রেসিডেন্ট পদে তৃতীয়বারের জন্য নির্বাচিত হতে চলেছেন ভ্লাদিমির পুতিন। নির্বাচন শেষে বুথ ফেরত সমীক্ষায় সেই ছবি একরকম পরিষ্কার হয়ে গিয়েছে। রবিবার সন্ধ্যায় মস্কো স্কোয়্যারে আগাম বিজয় উত্সব করেন পুতিন।