Last Updated: Tuesday, June 26, 2012, 20:21
ফাঁসির আদেশ মুলতুবি হয়েছিল আগেই। এবার নাশকতার দায়ে লাহোরের কোট লাখপত জেলে বন্দি ভারতীয় নাগরিক সরবজিত্ সিংয়ের মৃত্যুদণ্ড মকুব করে তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। ১৯৯০ সালে লাহোর ও মুলতানে দু`টি পৃথক বিস্ফোরণে ১৪ জনকে হত্যার দায়ে পঞ্জাবের এই বাসিন্দাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল পাক সুপ্রিম কোর্ট।