Pakistan masseur - Latest News on Pakistan masseur| Breaking News in Bengali on 24ghanta.com
ম্যাসিওরের যৌন কেলেঙ্কারিতে তোলপাড় পাক ক্রিকেট

ম্যাসিওরের যৌন কেলেঙ্কারিতে তোলপাড় পাক ক্রিকেট

Last Updated: Thursday, July 4, 2013, 13:29

বিতর্ক আর পাকিস্তান ক্রিকেট কোনওদিন আলাদাভাবে থাকতে পারেনি। এবারও পারল না। তবে এবারের বিতর্কটা মারাত্মক। কদিন আগে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান দল জডি়য়ে গেল যৌন কেলেঙ্কারিতে। সংবাদসংস্থা পিটিআই-এর খবর চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝপথে দেশে ফেরত পাঠানো হয় দলের ম্যাসিওর মালাঙ্গ আলিকে। হঠাত্‍ আলির দেশে ফেরার কারণ হিসাবে তাঁর স্ত্রীর অসুস্থতার কথা বলা হয়।