Pakistann - Latest News on Pakistann| Breaking News in Bengali on 24ghanta.com
কোয়টায় বিস্ফোরণ মৃত ১০ তীর্থযাত্রী, আহত ৩০

কোয়টায় বিস্ফোরণ মৃত ১০ তীর্থযাত্রী, আহত ৩০

Last Updated: Friday, June 29, 2012, 19:15

ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটার অদূরে বিস্ফোরণে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত কমপক্ষে ৩০। বেশকয়েকজনের অবস্থা গুরুতর। ফলে মৃতেরসংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিস জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল ইরান ফেরত তীর্থযাত্রী ভর্তি একটি বাস।