Last Updated: Friday, August 2, 2013, 15:16
তেলেঙ্গানাকে স্বাধীন রাজ্যের মর্যাদা দেওয়ার বিরোধিতা করে পদত্যাগের ধুম পড়ে গেল অন্ধ্রপ্রদেশে। কংগ্রেস থিঙ্কট্যাঙ্কের সমস্ত চেষ্টা সত্ত্বেও সীমান্ধ্রের কংগ্রেস নেতারা নিজেদের সিদ্ধান্তে অটল থাকলেন। রাজ্য ভাগের বিরোধিতায় ইস্তফা দিলেন অন্ধ্রের সাত কংগ্রেস সাংসদ। এদের মধ্যে ছ`জন লোকসভার এবং একজন রাজ্য সভার সাংসদ।