Paltu - Latest News on Paltu| Breaking News in Bengali on 24ghanta.com
পল্টু থেকে প্রণব মুখোপাধ্যায়

পল্টু থেকে প্রণব মুখোপাধ্যায়

Last Updated: Sunday, July 22, 2012, 13:51

কীর্ণাহার থেকে রাইসিনা হিলসের দূরত্ব সতেরশো কিলোমিটারের বেশি। এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে ছেলেটার সময় লেগেছে পঞ্চাশ বছর। অসংখ্য ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে তার পথ চলা। কোন মন্ত্রবলে গ্রামের মেঠো পথ পাড়িয়ে রাইসিনা হিলসের দরজায় পৌঁছে যাওয়া ? উত্তর একটাই, অধ্যবসায়।