Last Updated: Monday, June 18, 2012, 17:34
কিছুদিন আগে টুইটারে ভারতীয় খাবারকে "ডিসগাস্টিং" বলেছিলেন এক বিদেশিনী। শোনা যাচ্ছে সেই বিদেশিনীই নাকি এবার প্রায় সাড়ে ৩ মাস কাটাবেন শুধু ভারতীয় খাবার খেয়ে। তিনি কিম কার্দাসিয়ান। গুজবে খবর, পামেলা অ্যান্ডারসন, সানি লিওনের পর এবার `বিগ বস ৬`-এর অন্যতম প্রতিযোগী হতে চলেছেন কিম।