Last Updated: Saturday, November 10, 2012, 16:17
বলিউডের এই মুহূর্তের সবচেয়ে বড় ডুয়েলে `নাক গলালেন` সলমন খান। দেওয়ালিতে রিলিজ হতে চলা শাহরুখ খান আর অজয় দেবগণের দুই ছবি যে বলিউডকে পরিষ্কার দু`ভাগে ভাগ করে দিয়েছে তা প্রমাণ হল সলমন খানের টুইটে। সলমন টুইটার লেখেন, পাঠান কে ইয়ার সে পাঙ্গা মত লেনা সরি ইয়ার... দেওয়ালি বেকার ইউথআউট সন অফ সর্দার। তাঁর ছবিকে ঠিক মত প্রচার করতে দেওয়া হচ্ছে না বলে যশরাজ ফিল্মসের বিরুদ্ধে অভিযোগ তুলে কোর্টে যান অজয় দেবগন। সেই ইস্যুতেই অজয়ের পাশে দাঁডালেন সলমন। তীব্র শাহরুখ বিরোধি সলমনের কাছে যা প্রত্যাশিত।