Last Updated: Tuesday, June 5, 2012, 22:08
শাসক পক্ষের দুই শরিক কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে জোট হয়নি এই পুরভোটে। ফলে দু`তরফের কাছেই এই পুরভোট ছিল শক্তি পরীক্ষার। ভোটের ফল প্রকাশের পর তৃণমূল নেতা মুকুল রায় দাবি করেন, রাজ্যে একলা লড়ার ক্ষমতা রয়েছে তৃণমূলের। আর কোনও রাজনৈতিক দলকে তৃণমূলের দরকার নেই। এরপরই পাল্টা তোপ দেগেছেন কংগ্রেস নেতা-নেত্রীরাও। দীপা দাশমুন্সি, প্রদীপ ভট্টাচার্যদের বক্তব্য, ইউপিএ ছেড়ে এসে একলা চলুক তৃণমূল।