Park street protest - Latest News on Park street protest| Breaking News in Bengali on 24ghanta.com
প্রতিবাদের বর্ষবরণ অন্য পার্ক স্ট্রিটে

প্রতিবাদের বর্ষবরণ অন্য পার্ক স্ট্রিটে

Last Updated: Monday, December 31, 2012, 21:39

বর্ষবরণের সন্ধ্যায় এক অন্য পার্ক স্ট্রিট দেখল কলকাতা। উত্সবের হুল্লোড়ে গা ভাসালেও দিল্লির গণধর্ষণকাণ্ডে মৃত তরুণীকে ভুলে গেল না কলকাতা। বের হল প্রতিবাদ মিছিল। পার্ক স্ট্রিটের আলোর রোশনাইও যেন ম্লান হল প্রতিবাদীদের মোমবাতির শিখার কাছে। আনন্দে ভাসছে রাজ্য, আনন্দে ভাসছে গোটা পার্ক স্ট্রিট। নতুন বছরের আগের রাতে এটাই কলকাতার স্বাভাবিক ছবি। রাত যত গাঢ় হয়, নতুন সূর্য ওঠার সময় যত এগিয়ে আসে, ততই যেন বাঁধ ভাঙে উত্‍সব। পার্ক স্ট্রিটের ক্যানভাসে আঁকা এবারের ছবিটা কোথাও যেন একটু হলেও ভিন্ন। সন্ধে নামার পর থেকেই পার্ক স্ট্রিট জুড়ে প্রতিবাদের ঢেউ। কারও হাতে মোমবাতি, কারও হাতে প্ল্যাকার্ড।