Last Updated: Monday, September 9, 2013, 21:00
ফের অটো চালকের দৌরাত্ম্য কলকাতায়। পার্কসার্কাসে খুচরো নিয়ে বচসায় যাত্রীকে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে দিল অটোচালক। পুলিসে অভিযোগ জানাতে গিয়েও নাজেহাল হতে হয়েছে ওই যাত্রীকে। এক থানা থেকে আরেক থানায় ঘুরতে হয় তাঁকে। নিজের উদ্যোগে ডাক্তারি পরীক্ষাও করাতে হয়। পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগে থানা ঘেরাও করেন বাসিন্দারা। সোমবার সকাল ১১টা। তোপসিয়া থেকে অটোতে ওঠেন ছোট্টু খান। পার্কসার্কাস চার নম্বর ব্রিজের কাছে অটো থেকে নামার পরই খুচরো নিয়ে চালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। বচসারে যে এই সাজা হবে বুঝতে পারেননি ছোট্টু। অটোচালক তাঁর মুখ ও গলায় ব্লেড চালিয়ে দেয়।