Parveez Rasool - Latest News on Parveez Rasool| Breaking News in Bengali on 24ghanta.com
জিম্বাবোয়ে সিরিজও ধোনি হারা, দলে জম্মু-কাশ্মীরের রসুল

জিম্বাবোয়ে সিরিজও ধোনি হারা, দলে জম্মু-কাশ্মীরের রসুল

Last Updated: Friday, July 5, 2013, 17:35

আজ ওয়েস্ট ইন্ডিজ বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে নামছেন কোহলি এন্ড কোম্পানি। তার আগে ফের দুঃসংবাদ ভারতীয় ক্রিকেট দলের কাছে। ওয়েস্ট ইন্ডিজের ত্রিদেশীয় সিরিজের পর হ্যামসট্রিংয়ের চোটের জন্য আসন্ন জিম্বাবোয়ে সিরিজেও খেলতে পারবেন না মহেন্দ্র সিং ধোনি।