Last Updated: Friday, December 14, 2012, 17:35
বিধানসভায় শাসকদলের বিধায়কদের হামলায় আহত সিপিআইএম বিধায়কের চিকিৎসা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। ওই দিন হামলার জেরে মাথা ফাটে সিপিআইএম বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জির। তাঁকে ভর্তি না করেই সাধারণ চিকিত্সা করে ছেড়ে দেয় এসএসকেএম হাসপাতাল। পরে বেসরকারি নার্সিংহোমের সিটি স্ক্যানে তাঁর স্কাল-বোনে চিড় ধরা পড়ে। কেন স্ক্যান না করিয়েই গৌরাঙ্গ চ্যাটার্জিকে ছেড়ে দেওয়া হল এনিয়ে প্রশ্ন তুলেছেন সূর্যাকান্ত মিশ্র। তাঁর অভিযোগ, ঘটনার গুরুত্বকে খাটো করতে চিকিত্সকদের ওপর চাপ সৃষ্টি করেছে রাজ্য সরকার।