Last Updated: Monday, October 28, 2013, 21:42
পাটনায় বিস্ফোরণ নিয়ে আজ দিনভর চলল রাজনৈতিক চাপানউতোর। মোদীর সভায় নিরাপত্তার গাফিলতি নিয়ে নীতীশকুমারকে কোণঠাসা করতে ময়দানে ঝাঁপাল বিজেপি। রাজনৈতিক এই চাপান উতোরে বিজেপিকে অস্বস্তিতে ফেলেছেন দলেরই নেতা সি পি ঠাকুর। তাঁর দাবি, নিরাপত্তার জন্য মোদীকে পাটনায় সভা না করার পরামর্শ দিয়েছিল গুজরাট পুলিসই । কিন্তু মোদী তা মানেননি।