Pearth - Latest News on Pearth| Breaking News in Bengali on 24ghanta.com
পারথে এখন হার বাঁচানোর লড়াই

পারথে এখন হার বাঁচানোর লড়াই

Last Updated: Saturday, January 14, 2012, 17:17

পারথ টেস্টের দ্বিতীয় দিনেই হার বাঁচাতে লড়ছে ভারত। ২০৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ইতিমধ্যেই প্যাভিলিয়ানে ফিরে গেছেন সচিন, সেওয়াগ, গম্ভীর, লক্ষ্মণ। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৮৮। এখনও ১২০ রানে পিছিয়ে ধোনিবাহিনী।