Peer Dastgeer Sahib - Latest News on Peer Dastgeer Sahib | Breaking News in Bengali on 24ghanta.com
বিধ্বংসী আগুনে ভস্মীভূত শ্রীনগরের দরগা

বিধ্বংসী আগুনে ভস্মীভূত শ্রীনগরের দরগা

Last Updated: Monday, June 25, 2012, 11:19

ভোরে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল শ্রীনগরের ঐতিহাসিক দস্তগীর সাহেবের দরগা দরগা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর সাড়ে ৫টা নাগাদ হঠাত্‍ই খানিয়ার এলাকাস্থিত পির দস্তগীর সাহেবের দরগা থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা।