Last Updated: Wednesday, March 27, 2013, 19:51
রাশিয়া দিয়ে সফর শুরু। তারপর আফ্রিকার বিভিন্ন দেশ। প্রেসিডেন্ট হওয়ার পরে এই প্রথম সফরে বেরিয়েছেন গণপ্রজাতন্ত্রী চিনের নতুন প্রেসিডেন্ট জি লিংপিং। রাজনৈতিক বিষয়ের সঙ্গেই এই সফরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন চিনের ফার্স্ট লেডি পেং লিউয়ান। এই প্রথম বার চিনের ফার্স্ট লেডির ফ্যাশন স্টেটমেন্ট আলোচনার কেন্দ্রে।