Pennsylvania school - Latest News on Pennsylvania school | Breaking News in Bengali on 24ghanta.com
পেনসিলভানিয়ার স্কুলে ছাত্রের এলোপাথাড়ি ছুরির ঘায়ে আহত ২২

পেনসিলভানিয়ার স্কুলে ছাত্রের এলোপাথাড়ি ছুরির ঘায়ে আহত ২২

Last Updated: Thursday, April 10, 2014, 16:00

পেনসিলভেনিয়ার একটি স্কুলে হাতে দু`টি কিচেন ছুরি নিয়ে ২২ জন কে কোপালো ১৬ বছরের এক ছাত্র। বুধবার পিটসবুর্গের একটি হাই স্কুলে ছাত্র ঠাসা হল ঘরে আচমকাই এলোপাথারি ছুরি চালাতে শুরু করে হামলাকারী কিশোর। স্কুলের সহকারী প্রিন্সিপাল এসে ওই কিশোরকে কোনও রকমে আটকান। কিন্তু ততক্ষণে রক্তাত হয়ে গেছেন ২১ জন ছাত্র ও এক নিরাপত্তা রক্ষী।