Last Updated: Friday, February 28, 2014, 14:58
ইয়াহুর ভিডিও চ্যাটের অংশ তুলে রেখেছে মার্কিন ও ব্রিটিশ গুপ্তচর সংস্থা। এমনই চাঞ্চল্যকর দাবি দ্য গার্ডিয়ান পত্রিকার। গার্ডিয়ানের দাবি, ২০০৮ সালে অপটিক নার্ভ নামে ওই অপারেশনের শুরু। মাস ছয়েকের মধ্যেই প্রায় ১৮ লক্ষ ইয়াহু গ্রাহকের ভিডিও চ্যাটের ক্লিপিংস তুলে রাখা হয়েছে। গার্ডিয়ানের দাবি, এই অপারেশন সংক্রান্ত তথ্য তাঁরা পেয়েছে প্রাক্তন এক মার্কিন গোয়েন্দার থেকে। ২০১১ সালে শেষ দিক। জনপ্রিয়তার কারণে সে সময় ইয়াহু ভিডিও চ্যাটের সদস্য সংখ্যা বাড়তে বাড়তে সাড়ে ৭ কোটিতে। দেদার চলছে ভিডিও চ্যাট।