Last Updated: Friday, December 13, 2013, 10:34
পারথেতে একমাত্র প্রার্থনা কুকবাহিনীর, যদি অ্যাসেজ জিততে হয় তাহলে তৃতীয় টেস্ট নিজেদের দখলে রাখতে হবে। ড্র হলে পরের বাকি দুটো টেস্টে জিতলেও অ্যাসেজ জেতার স্বপ্ন অধরা হয়েই থাকবে। তাই কুকবাহিনীর কাছে এই টেস্ট খুবিই গুরুত্বপূর্ণ।