Last Updated: Saturday, November 23, 2013, 17:35
ফাবেরজের শিল্পকলা নিয়ে বিশ্বের প্রথম মিউজিয়াম খোলা হল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। উদ্যোক্তারুশ শিল্পপতি ভিক্টর ভেক্সেলবার্গ। মিউজিয়ামে রয়েছেপ্রায় চার হাজারের ওপর সংগ্রহ। রয়েছে ফাবেরজেরবেশ কিছু অসামান্য শৈল্পিক নিদর্শন। যার মধ্যে জায়গা পেয়েছে ঐতিহাসিক ডিম শিল্প।