Last Updated: Monday, April 1, 2013, 19:27
ভ্যাট বাদে লিটার প্রতি ৮৫ পয়সা করে কমছে পেট্রোলের দাম। সোমবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকরী হবে। এ নিয়ে গত দু`সপ্তাহে দ্বিতীয়বার কমল পেট্রোলের দাম। আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম কমার প্রভাবেই এই দফায় দাম কমল পেট্রোলের।