Last Updated: Monday, January 14, 2013, 18:16
সময়টা বিশেষ ভাল যাচ্ছিল না তাঁর। চোট আর ক্রমাগত হারের ধাক্কা সেই সঙ্গে এআইটিএর সঙ্গে ঝামেলায় জড়িয়ে বিতর্ক। এই নিয়েই ভারতীয় টেনিসের বর্তমানের সেরা সিঙ্গলস প্লেয়ার সোমদেব দেববর্মনের সময়টা কাটছিল। অসমের সেই ছেলেটাই আবার বিশ্ব টেনিসে প্রত্যাবর্তন ঘটালেন।