Last Updated: Sunday, November 10, 2013, 16:56
রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে জোম্বি। খাবারের সন্ধানে। না কোনও হলিউড ছবিতে নয় এমন ঘটনা নাকি ঘটছে ফিলিপিন্সে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের পর মানুষের জম্বি মানে জীবন্ত মৃতদেহের মত হেঁটে খাবার খুঁজছে, ঠিক নাকি সিনেমার মত লাগছে। এমন কথাই জানালেন এক স্থানীয় বাসিন্দা। ফেসবুকে ফিলিপিন্সের রাস্তায় জোম্বিদের হাঁটার ছবিও পোস্ট করেছে ঝেনি চু নামের ওই মেডিক্যালের ছাত্র। যদিও সেই ছবির সত্যতা নিয়ে প্রশ্ন আছে।