Pillow fight - Latest News on Pillow fight| Breaking News in Bengali on 24ghanta.com
বড়দিনের বালিশ যুদ্ধে মাতল চিন

বড়দিনের বালিশ যুদ্ধে মাতল চিন

Last Updated: Friday, December 27, 2013, 10:36

চিনে বড়দিন পালনের অন্যতম আকর্ষণ পিলো ফাইট। বড় দিনে মূলত যুবা প্রজন্মকে চাপ মুক্ত করতে এই অনুষ্ঠানের আয়োজন। বালিশ নিয়ে একে অন্যের সঙ্গে মেকি লড়াইয়ে মেতে ওঠেন সকলে। আয়োজকদের দাবি, সারা বছর ধরে হাড়ভাঙা খাটুনি পর বড় দিনে পিলো ফাইটে অংশ নিয়ে অনেকটাই চাপ মুক্ত হয়ে ঘরে ফেরেন প্রতিযোগীরা।