Platinum Jubili - Latest News on Platinum Jubili| Breaking News in Bengali on 24ghanta.com
জাঁকজমকের সঙ্গেই উদযাপিত হচ্ছে নেহরু কাপের প্লাটিনাম জুবিলি

জাঁকজমকের সঙ্গেই উদযাপিত হচ্ছে নেহরু কাপের প্লাটিনাম জুবিলি

Last Updated: Wednesday, April 25, 2012, 23:54

প্রাথমিকভাবে সব মহাদেশের একটি করে দল আনতে চাইছে তারা। তাই এবারের নেহরু কাপে ভারতীয় ফুটবল দলের সঙ্গে খেলতে দেখা যেতে পারে পর্তুগাল, নাইজেরিয়া, ব্রাজিলের অলিম্পিক দলের মত ফুটবল দলকে।