Pnada - Latest News on Pnada| Breaking News in Bengali on 24ghanta.com
পানডা ডিপলোমেসি

পানডা ডিপলোমেসি

Last Updated: Monday, December 5, 2011, 12:27

আকাশপথে চিন থেকে স্কটল্যাণ্ডের দূরত্ব যেন কয়েকগুণ বেশি হয়ে দাঁড়িয়েছিল স্কটল্যাণ্ড বিমানবন্দরে অপেক্ষমান জনতার কাছে। বিমানের চাকা যখন মাটি ছোঁয়, ততক্ষণে বাঁধ ভেঙেছে সকলের ধৈর্য। যাদের জন্য এই আকুল অপেক্ষা, সেই সুইটি ও সানশাইন কিন্তু নিজেদের মতো খেলায় মশগুল।তবে বিশেষভাবে নির্মিত বিশালাকায় খাঁচার ভিতরে।