Last Updated: Monday, March 18, 2013, 23:22
নজিরবিহীন নির্দেশ রাজ্যসরকারের। এবার থেকে মুখ্যমন্ত্রী জেলার পুলিস সুপারদের মূল্যায়ন করবেন বলে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এতদিন পর্যন্ত এই মূল্যায়ন করতেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। একজন রাজনৈতিক ব্যক্তিত্বের হাতে মূল্যায়নের ভার না থাকায় তাঁদের পদোন্নতি থেকে শুরু করে চাকরির ভবিষ্যত সবকিছু নিয়ে আশঙ্কিত রাজ্যের আইপিএস মহল। এ এক নজিরবিহীন নির্দেশ। যাতে রাজ্যের আইপিএস দের চাকরির ভবিষ্যত কার্যত নির্ধারিত করে দেবেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের আগে এহেন নির্দেশিকা আদতে পুলিসকে রাজনৈতিক প্রভাবে কাজ করতে বাধ্য করার এক ফল বলে মনে করা হচ্ছে।