Last Updated: Thursday, March 27, 2014, 23:41
ভারতকে পোলিওমুক্ত ঘোষনা করল ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন। বৃহস্পতিবার WHO-র তরফে দেশকে আনুষ্ঠানিক ভাবে পোলিওমুক্ত ঘোষনা করা হয়। টানা তিন বছর ধরে দেশের একজন শিশুও পোলিওয় আক্রান্ত না হওয়ায় দেশকে সংশাপত্র দিল ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন।