Polit Buro - Latest News on Polit Buro| Breaking News in Bengali on 24ghanta.com
পলিটব্যুরোয় সূর্যকান্ত মিশ্র

পলিটব্যুরোয় সূর্যকান্ত মিশ্র

Last Updated: Monday, April 9, 2012, 13:06

সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য হলেন বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও পূর্ণাঙ্গ সদস্য হিসেবেই পলিটব্যুরোয় থেকে গিয়েছেন। সূর্যকান্ত মিশ্র ছাড়াও পলিটব্যুরোয় এসেছেন আরও ২ নতুন মুখ। আজ কোঝিকোড়ে সিপিআইএমের বিশতম পার্টি কংগ্রেসের শেষদিনে ঘোষণা করা হয় নতুন সদস্যদের নাম।