Poll Exit - Latest News on Poll Exit| Breaking News in Bengali on 24ghanta.com
মোদি ঝড় আছড়ে পড়ল শেয়ার বাজারে

মোদি ঝড় আছড়ে পড়ল শেয়ার বাজারে

Last Updated: Tuesday, May 13, 2014, 10:59

অন্তিম রায় আসার আগেই শেয়ার বাজার গরম গেরুয়া ঝড়ে। বাজার খুলতেই বোম্বে স্টক একচেঞ্জ ৩০০ পয়েন্ট ছোঁয়। নিফটি ৭১০০ উপর কেনাবেচা শুরু হয়। মিডিয়ার বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হতেই বাজারের এমন জোয়ার আসে। মিডিয়ার সমীক্ষা অনুযায়ী মোদির ঝড়ে কংগ্রেস ধুয়ে গেছে। সেক্ষেত্রে অন্যান্যরা বেশ ভাল ফল করেছে। ১৬ মে দিল্লির মসনদে সম্ভাব্য কোন দল তার অপেক্ষা না করেই বিদেশী বিনিয়োগেরও জোয়ার আসে।