Last Updated: Tuesday, January 21, 2014, 12:59
পর্ন সংজ্ঞাটাই বদলে দিল দক্ষিণ কোরিয়া। সে দেশের কল্যাণে ইন্টারনেট ছেয়ে গেছে `পর্ন ডিনার`-এ। লোকজন ওয়েবক্যামের সামনে বসে গোগ্রাসে গিলছে, টানা বর্ণনা দিয়ে যাচ্ছে তাদের খাবার আর খাবারের পদ্ধতির। সেই `খাওয়ার আজব মজা` গ্যাঁটের কড়ি খরচা করে দেখছে অন্যরা। যে যত বেশি খাবে এবং যাকে বেশি লোকজন বেশি করে দেখবে তার উপার্জন হবে তত বেশি।