Portugal beat Czech - Latest News on Portugal beat Czech | Breaking News in Bengali on 24ghanta.com
রোনাল্ডোর গোলে সেমিফাইনালে পর্তুগাল

রোনাল্ডোর গোলে সেমিফাইনালে পর্তুগাল

Last Updated: Friday, June 22, 2012, 09:30

ইউরো কাপে ফের রোনাল্ডো ম্যাজিক! ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দুরন্ত গোলে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছে গেল পর্তুগাল। ম্যাচের ৭৯ মিনিটে মোটিনহোর ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন রোনাল্ডো। এই নিয়ে এবারের ইউরোয় ৩টে গোল করা হয়ে গেল রোনাল্ডোর।