Last Updated: Wednesday, August 1, 2012, 14:43
বিদ্যুত্ বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজ্য। সকাল থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানিয়েছে পূর্ব রেল। লোকাল ট্রেনগুলি সময়মতোই ছাড়ছে। যদিও গতকাল বিদ্যুত্ বিভ্রাটে আটকে থাকার জেরে দূরপাল্লার অনেক ট্রেন এখনও দেরিতে চলছে।