Last Updated: Friday, January 10, 2014, 09:40
৪০ পেরলেই চালশের ভাবনাতো কবেই অস্তমিত। এখন `লাইফ স্টার্টস অ্যাট ফর্টি`। আর সেই নতুন জীবনের ৪০ লিগে আজ থেকে বেড়ে গেল আর এক সদস্য, যাঁর যোগদানে এল লাফে ৪০ ক্লাবের জৌলুশ বেড়ে গেল কয়েক গুণ। কারণ আর কিছুই নয়, সেই সদস্যের নাম যে হৃতিক রোশন। আজ বলিউডের একমাত্র সুপার হিরো `কৃশ`-এর জন্মদিন।