Last Updated: Friday, November 22, 2013, 23:32
নেপালে রাজনৈতিক সঙ্কট অব্যাহত। চক্রান্তের অভিযোগ এনে গণপরিষদ নির্বাচনের ফল মানতে নারাজ মাওবাদীরা। ভোটপ্রক্রিয়া খতিয়ে না দেখা হলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন প্রচণ্ড। তারপরই আরও অনিশ্চিত হয়ে পড়েছে পাহাড়ি দেশের রাজনৈতিক ভবিষ্যত। এক দশকের গৃহযুদ্ধ শেষে ছবার সরকার বদল হয়েছে। কিন্তু দেশে রাজনৈতিক স্থিতাবস্থা তো আসেইনি। উল্টে যথাযথ গণতন্ত্রও অধরা রয়ে গিয়েছে। স্বাভাবিক ভাবেই এবারের গণপরিষদ নির্বাচনে মুক্তি খুঁজছিল ক্লান্ত নেপাল।