Last Updated: Saturday, March 8, 2014, 23:56
একজন ডাক্তারি পাশ করে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় চিকিৎসা করেন। অন্যজন সদ্য WBCS অফিসারের চাকরি ছেড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেয় ঝাড়গ্রাম ও জয়নগরে তৃণমূলের প্রার্থী হয়েছেন উমা সোরেন আর প্রতিমা নস্কর। এ বার ঝাড়গ্রামে দুই ডক্তারের লড়াই। সিপিআইএমের চিকিত্সক প্রার্থী পুলিনবিহারী বাস্কের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী চিকিত্সক উমা সোরেন। ঝাড়গ্রাম কেন্দ্রে এই প্রথম কোনও মহিলা ভোটে লড়ছেন।