Last Updated: Tuesday, April 22, 2014, 09:43
গিরিরাজ সিং আর প্রবীণ তোগাড়িয়া। গৈরিক শিবিরের এই দুই নেতার কারণে ভোটের ময়দানে রীতিমতো অস্বস্তিতে বিজেপি। বিহারের বিজেপি নেতা গিরিরাজ সিং বলেছিলেন, যারা নরেন্দ্র মোদীর বিরোধিতা করছেন, ভোটের পর তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। আর হিন্দু এলাকায় কোনও মুসলিম নাগরিক সম্পত্তি কিনলে তাকে ভিটেছাড়া করার ডাক দিলেন ভিএইচপি নেতা প্রবীণ তোগাড়িয়া। কমিশন সেই বক্তব্যের সিডি চেয়ে পাঠিয়েছে। তোগাড়িয়ার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।