Last Updated: Saturday, November 16, 2013, 20:59
পুলিস ছাড়াই অভিযুক্তকে ধরতে এসে অভিযুক্তের গর্ভবতী মহিলার পেটে লাথি মারল থানার মেজবাবু। পুলিসের মারে আঙুল ভাঙল অভিযুক্তের ভাইঝির। পশ্চিম মেদিনীপুর সবং থানার পুলিসের বিরুদ্ধে উঠেছে এমনই অভিযোগ। সবং মহকুমা হাসপাতালে ভর্তি আহত দুই মহিলা।