Last Updated: Wednesday, April 11, 2012, 18:04
কেমোথেরাপির পর সোমবারই দেশে ফিরেছেন যুবরাজ সিং। বুধবার গুঁরগাওতে সাংবাদিকদের মুখোমুখি হন যুবরাজ সিং। নিজের জীবনের আইডল লান্স আর্মস্ট্রংই যুবরাজের অনুপ্রেরণা।যখন তিনি অসুস্থতার বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন,তখন আর্মস্ট্রং তাঁর পাশে দাঁড়ানোয় অনুপ্রাণিত যুবি।