Last Updated: Monday, September 10, 2012, 10:00
কার্টুন কাণ্ডের ছায়া এবার মুম্বইতে। বিতর্কিত কার্টুন আঁকার জন্য কার্টুনিস্ট অসীম ত্রিবেদীকে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিল মুম্বইয়ের আদালত। গত ডিসেম্বর মাসে বান্দ্রা-কুরলায় আন্না হাজারের আন্দোলনে যোগ দিয়ে তিনটি কার্টুন আঁকেন ওই কার্টুনিস্ট।